আমরিন মেহরাব ও জামিল উদ্দিন শুভ দম্পতির বিয়ে হয় ২০১২ সালের ২৭ জানুয়ারি। চট্টগ্রাম শহরের মাদারবাড়ি বাইতুস শরফ জামে মসজিদে। পুরোপুরি পারিবারিক আবহের এই বিয়ের ১১ বছর পূর্তি আজ। অভিনন্দন আমরিন-শুভ দম্পতিকে।
যেহেতু এই বিয়েটি একটি পুরো দস্তুর পারিবারিক বিয়ে, স্বভাবতই বিয়ের আগে তাদের দেখা সাক্ষাৎ, আলাপের সুযোগ ছিলনা বললেই চলে। আমরিন সবেমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে স্নাতকে ভর্তি হয়েছে। এরই মধ্যে পরিবারের পক্ষ থেকে বিয়ের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। জামিল উদ্দিন শুভর বাবা-মা আমরিনকে দেখে পছন্দ করেছেন। 'বিয়ে করতে চাইনি, পড়াশোনা করতে চেয়েছিলাম' প্রবণতার আমরিনের বিয়ে হয়ে গেল। সে বিয়ের ১১ বছর পেরুলো।
| আমরিন মেহরাব ও জামিল উদ্দিন শুভর বিয়ে হয় ২০১২ সালের ২৭ জানুয়ারি। ছবি: সংগৃহীত
আমরিন তার স্বামী শুভকে ডাকেন 'জাবিরের আব্বু' নামে। আর শুভ আমরিনকে তার নাম ধরেই ডাকেন।
জামিল উদ্দিন শুভ নিজেদের পারিবারিক ব্যবসা দেখাশনার সঙ্গে যুক্ত আছেন। তাদের ব্যবসার মধ্যে রয়েছে- হোটেল, রেস্তোরাঁ, আবাসন কোম্পানি, নির্মাণ কোম্পানিসহ নানা ব্যবসা। তিনি নির্মাণ কোম্পানি 'দেশ উন্নয়ন লিমিটেড'র ব্যবস্থাপনা পরিচালক এবং 'ক্যাক্সিম কন্স লিমিটেড'র পরিচালক। আর আমরিন মেহরাব পরিবার-সংসার সামলানোর পাশাপাশি অনলাইনভিত্তিক নিজের হোমমেইড খাবারের ব্যবসা 'দ্য ফুড টেবিল বাই আমরিন' সম্প্রতি শুরু করেছেন। দুজনেই চট্টগ্রামের মানুষ।
| আমরিন ও শুভর একটি মুহূর্ত। ছবি: সংগৃহীত
আমরিন বলছিলেন, বিয়ের আগে স্বামীকে দেখিও নাই। আমার শ্বশুর-শাশুড়ি আমাকে দেখে পছন্দ করেছেন।
বিয়ের ছয় মাস পর শ্বশুরবাড়িতে আমরিনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অভিষেক হয় তার সংসারজীবনের।
নতুন আলো: স্বামীর পরিবার প্রসঙ্গে বলুন
আমরিন: আমি পরিবারের বড় বউ। অনেক আদর, ভালোবাসা পেয়েছি। সেই সঙ্গে অনেক দায়িত্ব সামলে চলতে হয়েছে। সব মিলিয়ে আমার শ্বশুর-শাশুড়ীর পরিবার দারুণ একটি পরিবার।
| আমরিন ও শুভর বিয়ের ছবি, ২০১২ সালে তোলা। ছবি: সংগৃহীত
নতুন আলো: মধুচন্দ্রিমার জন্য কোথায় এবং কবে গিয়েছিলেন?
আমরিন: বিয়ের একমাস পর হানিমুনে গিয়েছিলাম মালয়শিয়া। সেখানে ৭ দিন ছিলাম। এটি ছিল আমার প্রথম বিদেশ ভ্রমণ।
নতুন আলো: স্বামীকে আপনি থেকে তুমি সম্বোধন করতে কেমন সময় লেগেছিল?
আমরিন: ১০ থেকে ১২ দিন
| দুই ছেলে- জাবির ও দানিয়েলের সঙ্গে মা আমরিন। ছবি: সংগৃহীত
নতুন আলো: স্বামীর ভালো-মন্দের মূল্যায়ন করুন-
আমরিন: জাবিরের আব্বু একজন চমৎকার মানুষ। ভালো মানসিকতা পোষণ করেন। নারীর ক্ষমতায়নে সমর্থন আছে তার। যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন আমাকে। খরচে অহেতুক কার্পণ্য নেই তার। অনেক কর্মঠ। পোশাকে, খাবারে ভীষণ শৌখিন তিনি। খুবই ফ্যাশনসচেতন। তার ফ্যাশনভক্তি চোখে পড়ার মত। স্যুট, জুতাসহ অন্যান্য ফ্যাশন পণ্যে তার সংগ্রহশালা বেশ সমৃদ্ধ। অতি বন্ধুবান্ধব নেই তার। যতদূর জানি, তার দুজন ভালো বন্ধু আছেন। এছাড়া, সে খুবই রাগী মানুষ। কম ঘুমায়। কখনও কখনও মনে হয় সে আনরোম্যান্টিক। মানুষের সঙ্গে মেশে কম। খুবই ইন্ট্রোভার্ট (চুপচাপ স্বভাবের)।
নতুন আলো: আপনার 'ফুড টেবিল বাই আমরিন' প্রসঙ্গে বলুন
আমরিন: হ্যাঁ, সম্প্রতি আমি হোমমেইড ফুড (বাসায় তৈরি খাবার) নিয়ে কাজ শুরু করেছি। একটি ফেসবুক পেইজ আছে আমার- দ্য ফুড টেবিল বাই আমরিন। টুকটাক কাজ করছি। আমার স্বামী আমাকে উৎসাহ দিয়েছেন। ওই যে বললাম, তিনি নারীর ক্ষমতায়নকে সমর্থন করেন।
| দুই ছেলে- জাবির ও দানিয়েলের সঙ্গে বাবা জামিল উদ্দিন শুভ। ছবি: সংগৃহীত
নতুন আলো: স্বামীর সঙ্গে রাগ করে কথা না বলে থেকেছেন কখনও?
আমরিন: হ্যাঁ, একবার রাগ করে ২-৩ দিন কথা বলিনি।
নতুন আলো: স্বামীর যে গুণে মুগ্ধ
আমরিন: বাচ্চাদের ব্যাপারে তার মনোযোগ আমাকে সবসময়ই ভীষণ মুগ্ধ করে। বাচ্চারা কোন কিছু চাইলে ওদের বাবার না দেয়ার কোন অবকাশ নেই। সে একজন অসাধারণ বাবা।
নতুন আলো: স্বামীর প্রিয় খাবার
আমরিন: সব মিষ্টি খাবার তার খুব পছন্দের।
| আপন মনে একটি মুহূর্তে আমরিন। ছবি: সংগৃহীত
নতুন আলো: বিয়ের পর প্রথম ঝগড়া কবে হয়েছিল?
আমরিন: (হা হা হা... হাসতে হাসতে) বিয়ের প্রথম দিনেই তো আমাদের ঝগড়া হয়েছিল।
নতুন আলো: এ পর্যন্ত দেশের বাইরে কোথায় ভ্রমণ করেছেন? এর মধ্যে সবচেয়ে পছন্দের গন্তব্য কোনটি ছিল?
আমরিন: সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্যাংকক, ভারত, সৌদি আরব, ইন্দোনেশিয়া (বালি)। এসবের মধ্যে সবচেয়ে পছন্দের ছিল সিঙ্গাপুর।
| আমরিন-শুভ দম্পতির সঙ্গে তাদের দুই সন্তান। ছবি: সংগৃহীত
নতুন আলো: একটু বাচ্চাদের প্রসঙ্গে শুনতে চাই
আমরিন: আমাদের প্রথম সন্তান জাবির। বিয়ের ইমিডিয়েট পরেই জাবিরের জন্ম (২৮ এপ্রিল ২০১৩)। আমরা দুজনেই ভেরি ইয়াং পেরেন্টস হয়েছি। জাবিরের আব্বুর বয়স তখন মাত্র ২৬। আর আমি তো জাস্ট বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে পড়ি। তবে আমাদের দ্বিতীয় সন্তান নিতে আমাদের বেশ লম্বা সময় বিরতি নিতে হয়েছে। ফলে এ নিয়ে টেনশন ছিল, বিষণ্ণতা ছিল। অবশেষে ২০২১ সালে দানিয়েলের জন্ম (৭ মার্চ)। জাবিরের আব্বু চেয়েছিল মেয়ে সন্তান হোক। আর আমি ছেলেই চেয়েছিলাম। দানিয়েলের জন্ম আমাদের জন্য খুব আকাঙ্খার ছিল। এটি আমার জীবনের অনেক বড় আনন্দের ব্যাপার।
নতুন আলো: বলছিলেন- আপনি পড়াশোনা করতে আগ্রহী ছিলেন। এরপর?
আমরিন: বিয়ের পর চার বছরের বিরতি দিয়ে স্নাতক শেষ করলাম। আবার লম্বা বিরতি। এখন মাস্টার্স পড়ছি। আমার পড়াশোনার ব্যাপারে আমার স্বামীর অকুণ্ঠ সহযোগিতা পেয়েছি।
| আমরিন মেহরাব ও জামিল উদ্দিন শুভ দম্পতি। ছবি: সংগৃহীত
নতুন আলো: স্বামী ও আপনার দাম্পত্য জীবনকে ১০ এর মধ্যে কত নম্বর দেবেন?
আমরিন: আসলে ভালো-মন্দ, সুবিধা-অসুবিধা, নানা রকম পেরেশানি আমাদের সবার জীবনেই কম বেশি আছে। সেসব আমাদের জীবনেরই অংশ, সংসারের অংশ। এসব নিয়েই আমাদের এগুতে হয়। আগেই বলেছি, আমার স্বামী একজন চমৎকার মানুষ। তাকে আমি ৮.৫ দেব ১০'র মধ্যে। আর ১১ বছরের এই সাংসারিক ভ্রমণ বা জীবনকে আমি ৫.৫ দেব ১০'র মধ্যে।