দুস্থ শিশু ও বৃদ্ধদের কল্যাণে ‘ছড়াটিম ছড়াটুম’
নিজস্ব প্রতিবেদক | নতুনআলো টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: 2017-02-19 23:38:01 BdST
Share on
অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে মোহাম্মদ মাসুদ খানের ছড়ার বই ‘ছড়াটিম ছড়াটুম’। মোট ২৯টি ছড়া নিয়ে সাজানো হয়েছে বইটি।
বইটি প্রকাশ করেছে বাংলাদেশ রাইটার্স গিল্ড। বইটির বিক্রয়লব্ধ অর্থ দুস্থ শিশু ও বৃদ্ধদের কল্যাণে ব্যয় হবে বলে জানিয়েছেন বইটির প্রকাশক পারভেজ রানা।
বাংলা সাহিত্যে ছড়ার আবেদন এবং অবদান প্রাচীন। আবহমানকাল থেকে বাংলার মা-খালারা শিশুদের মনোরঞ্জনে মুখে মুখে ছড়া কাটতেন। তেমনি ছন্দ মিলের বই ছড়াটিম ছড়াটুম।
বইয়ের প্রতিটি ছড়ার সঙ্গে রয়েছে অলঙ্করণ। বইটির প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছেন সোহাগ পারভেজ। মূল্য ১০০ টাকা। সোহরাওয়ার্দী উদ্যানের ১৭৯ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি। বইটির ভূমিকা লিখেছেন বিখ্যাত ছড়াকার জগলুল হায়দার।
‘ছড়াটিম ছড়াটুম’ বইয়ে একই সঙ্গে শিশুতোষ এবং সমকালীন ছড়ার সমাবেশ ঘটেছে। ছড়াকার উভয় ধারার ছড়াতেই আগ্রহী এবং নিষ্ঠ চর্চাকারী। তার প্রতিফলন ঘটেছে পুরো বইতে।
মোহাম্মদ মাসুদ খান বায়িং হাউজে কর্মরত। তবে তিনি কয়েকটি সাপ্তাহিকেও কর্মরত ছিলেন। লেখালেখি করছেন বেশ কয়েক বছর ধরেই। তবে ‘ছড়াটিম ছড়াটুম’ তার প্রথম প্রকাশিত বই।
|
|
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
- নির্বাচিত
|
|