শুক্রবার । এপ্রিল ১৯, ২০২৪ । । ০৬:২৯ এএম

মার্কিন নাগরিকদের জন্য বিশেষ ফ্লাইট ১৩ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক। নতুনআলো টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: 2020-04-09 16:51:36 BdST হালনাগাদ: 2020-04-09 17:14:14 BdST

Share on

যুক্তরাষ্ট্রের পতাকা

বাংলাদেশে অবস্থানরত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য তৃতীয় দফায় আগামী সোমবার (১৩ এপ্রিল) বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস এ তথ্য জানিয়েছে।

 

দূতাবাস থেকে এক বার্তায় বলা হয়েছে, বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য আগামী সোমবার বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। ফ্লাইটটি ওয়াশিংটন পৌঁছাবে। যুক্তরাষ্ট্রে ফিরে যেতে আগ্রহী মার্কিন নাগরিকদের দ্রুত দূতাবাসে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

 

করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে উড়োজাহাজ চলাচল বন্ধ থাকায় এর আগে দুই দফায় মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা ঢাকা ছেড়েছেন। প্রথম দফায় গত ৩০ মার্চ ২৬৯ জন মার্কিন নাগরিক কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন। দ্বিতীয় দফায় ৬ এপ্রিল আরও একটি ফ্লাইটে ৩২২ জন মার্কিন নাগরিক ঢাকা ছাড়েন।

 

করোনা ভাইরাসের কারণে ঢাকার সঙ্গে চীন ছাড়া সব দেশের উড়োজাহাজ যোগাযোগ বন্ধ রয়েছে। তবে বিদেশি নাগরিকরা বাংলাদেশ ছাড়তে চাইলে তাদের চার্টার ফ্লাইট ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। সে অনুযায়ী বিদেশি নাগরিকরা ঢাকা ছাড়তে পারবেন।



  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত