শনিবার । ফেব্রুয়ারি ১৫, ২০২৫ । । ০৫:১৭ এএম

শততম বর্ষে মরিয়ম বেগম, পারিবারিক আয়োজনে জন্মবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক | নতুনআলো টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: 2023-03-23 11:24:39 BdST হালনাগাদ: 2023-05-08 20:31:46 BdST

Share on

সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট নারী উদ্যোক্তা মরিয়ম বেগম। ছবি: নতুন আলো

সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট নারী উদ্যোক্তা মরিয়ম বেগমের শততম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। ব্যবসা ও রাজনীতির এই শতবর্ষী নারী ব্যক্তিত্বের জন্ম ১৯২৩ সালের ২৩ মার্চ। রংপুরে। তার পৈতৃক বাড়ি ফরিদপুর জেলার চর কমলাপুর। তার বাবার নাম খান বাহাদুর মোহাম্মদ ইসমাইল। তিনি ফরিদপুরের বিশিষ্ট আইনজীবি, রাজনিতীবিদ ও সমাজসেবী ছিলেন। মরিয়ম বেগমের মায়ের নাম কওকাবুন্নেসা বেগম।

সাবেক সংসদ সদস্য মরিয়ম বেগমের ১০০তম জন্মবার্ষিকী উদযাপনে তার তিন সন্তান- (পেছনে বাঁ থেকে) রওনক খন্দকার, নীলোফার খন্দকার, সুমনা হাসান। ছবি: নতুন আলো

| সাবেক সংসদ সদস্য মরিয়ম বেগমের ১০০তম জন্মবার্ষিকী উদযাপনে তার তিন সন্তান- (পেছনে বাঁ থেকে) রওনক খন্দকার, নীলোফার খন্দকার, সুমনা হাসান। ছবি: নতুন আলো

 

এ উপলক্ষ্যে মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় গুলশানে পারিবারিক আয়োজনে মরিয়ম বেগমের শততম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। আসন্ন রমজানে (২৪ মার্চ থেকে শুরু হওয়া) সময় জটিলতা এড়াতে পরিবার কর্তৃক নির্ধারিত দিনের দুই দিন আগে জন্মবার্ষিকী পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

মরিয়ম বেগম পেশায় ব্যবসায়ি ও রাজনীতিক ছিলেন। ‘রূপায়ন’ নামে ব্লক ও স্ক্রিন প্রিন্টের ব্যবসা ছিল তার। সে সময় তুমুল জনপ্রিয় ওই ব্যবসার পরিসরও ছিল বেশ বড়। তিন দশকের বেশি (১৯৫২-১৯৮৬) সময়ের সফল ব্যবসায়ি মরিয়ম বেগম পরবর্তীতে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। তিনি ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন ১৮ (সংসদীয় আসন ৩১৮) থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য হন। বর্তমানে তিনি অবসর জীবনযাপন করছেন।

শততম বর্ষে মরিয়ম বেগম, পারিবারিক আয়োজনে জন্মবার্ষিকী উদযাপন। ছবি: নতুন আলো

| শততম বর্ষে মরিয়ম বেগম, পারিবারিক আয়োজনে জন্মবার্ষিকী উদযাপন। ছবি: নতুন আলো

 

মরিয়ম বেগমের প্রথম স্বামী এন এইচ খন্দকার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ছিলেন। এ সংসারে মরিয়ম বেগমের তিন সন্তান- প্রয়াত রোজী খন্দকার, নীলোফার খন্দকার ও রওনক খন্দকার।


মরিয়ম বেগমের দ্বিতীয় স্বামী দেশ বরেণ্য চিত্রশিল্পী পটুয়া কামরুল হাসান। এ সংসারে তার একমাত্র মেয়ে সুমনা হাসান। মরিয়ম বেগমের সন্তানেরা নিজ নিজ ক্ষেত্রে সমাজের প্রতিষ্ঠিত মানুষ।

 

তিন ভাইয়ের সঙ্গে মরিয়ম বেগম। (পেছনে বাঁ থেকে) মোহাম্মদ আসাফউদ্দৌলা, আনিস উদ দৌলা। ছবি: নতুন আলো

| তিন ভাইয়ের সঙ্গে মরিয়ম বেগম। (পেছনে বাঁ থেকে) মোহাম্মদ আসাফউদ্দৌলা, আনিস উদ দৌলা ও ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মসি উদ দৌলা। ছবি: নতুন আলো


রোজী খন্দকার ছিলেন ইএমআই রেকর্ডিং কোম্পানির পরিচালক। নীলোফার খন্দকার দেশের একজন রূপ বিশেষজ্ঞ। তিনি নীলো'স বিউটি স্যালনের সত্ত্বাধিকারী। রওনক খন্দকার একজন ব্যসায়ি। তিনি ডেলকট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। সুমনা হাসান একজন রূপ বিশেষজ্ঞ। তিনি স্টুডিও ২০০০ এর সত্ত্বাধিকারী।

 

পারিবারিক আয়োজনে মরিয়ম বেগমের জন্মশতবার্ষিকী উদযাপন। ছবি: নতুন আলো

| পারিবারিক আয়োজনে মরিয়ম বেগমের জন্মশতবার্ষিকী উদযাপনে হাজির হয়েছিলেন তার পরিবার ও স্বজন। ছবি: নতুন আলো

 

মরিয়ম বেগমের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে (সামনে বাঁ থেকে) মরিয়ম বেগমের দুই ভাই আসাফউদ্দৌলা, আনিস উদ দৌলা এবং (পেছনে বাঁ থেকে) দুই সন্তান নীলোফার খন্দকার, রওনক খন্দকার)। ছবি: নতুন আলো

| মরিয়ম বেগমের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে (সামনে বাঁ থেকে) মরিয়ম বেগমের দুই ভাই মোহাম্মদ আসাফউদ্দৌলা ও আনিস উদ দৌলা এবং (পেছনে বাঁ থেকে) দুই সন্তান নীলোফার খন্দকার ও রওনক খন্দকার)। ছবি: নতুন আলো

 

মরিয়ম বেগমের জন্মদিনে শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানে এসেছিলেন তার পরিবারের সদস্যরা, নিকট আত্মীয় ও শুভাকাঙ্খিরা। তাদের মধ্যে উপস্থিত ছিলেন- নীলোফার খন্দকার, রওনক খন্দকার ও তার পরিবার, সুমনা হাসান ও তার স্বামী সৈয়দ হাবিব হাসনাত (গ্লোবাল ইসলামি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক), মরিয়ম বেগমের তিন ভাই- ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মসিহ উদ দৌলা, এসিআই গ্রুপের চেয়ারম্যান আনিস উদ দৌলা, সাবেক সচিব মোহাম্মদ আসাফউদ্দৌলা, কর্পোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা, চিকিৎসক ডা. রুমানা দৌলা, সংগীত শিল্পী হামিন আহমেদ ও শাফিন আহমেদ, অভিনেত্রী ঈশিতা, রূপ বিশেষজ্ঞ সাদিয়া মঈন ও তার স্বামী ব্যবসায়ি আসিফ মঈন, সংসদ সদস্য পারভীন হক সিকদারসহ আরও অনেকে।

মরিয়ম বেগমের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এসেছিলেন সংসদ সদস পারভীন হক সিকদার (পেছনে বাঁয়ে) সঙ্গে সুমনা হাসান (পেছনে ডানে)। ছবি: নতুন আলো

| মরিয়ম বেগমের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এসেছিলেন সংসদ সদস পারভীন হক সিকদার (পেছনে বাঁয়ে) সঙ্গে সুমনা হাসান (পেছনে ডানে)। ছবি: নতুন আলো

 

অনুষ্ঠানে মরিয়ম বেগমের বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে তৈরি একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।



  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত