সোমবার । অক্টোবর ১৪, ২০২৪ । । ১২:০০ পিএম

৩৫০ ফুট পানির নীচে ডাকবক্স, বছরে আসে ১৫০০ চিঠি!

অনলাইন ডেস্ক | নতুনআলো টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: 2016-11-25 20:31:36 BdST

Share on

ভাবুন তো চিঠি পোস্ট করতে যদি যেতে হয় সমুদ্রের ১০ মিটার গভীরে? তাও আবার রীতিমত ডুবুরির পোশাক পরে! সেখানে এমনই এক ডাকবক্স রয়েছে যেখানে বছরে ১৫০০-এর ওপর চিঠি জমা পড়ে। আজব এই ডাকবক্সের দেখা পেতে চাইলে আপনাকে জেতে হবে জাপানে।

জাপানের ওয়াকাইমার সুসামি শহরের এই ডাকবক্স নাম তুলেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। সুসামি উপসাগরের ১০ মিটার গভীরে রয়েছে এই ডাকবক্স। পানির গভীরে এই ডাকবক্সের আইডিয়া প্রথম আসে ৭০ বছরের তোশিহিকো মাতসুমোতো নামে এক ব্যক্তির মাথায়। তিনিই ছিলেন তখন সুসামি শহরের পোস্ট মাস্টার। ১৯৯৯ সালে তৈরি হয় এই বক্স।

বছরে ১৫০০-র ওপর চিঠি জমা হয় এই বক্সে। ইয়ামাতানি ডাইভ শপের কোন পেশাদার ডুবুরি গিয়ে তুলে আনে। এখানেই বিক্রি হয় ওয়াটার-রেজিসট্যান্ট পোস্ট কার্ড ও তেলের মার্কার। লোহার মেলবক্সটিতে জং ধরে যায় বলে দু-বছর পরপর এটি বদলানো হয়।



  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত