শুক্রবার । এপ্রিল ১৯, ২০২৪ । । ১২:১৫ এএম

বাংলাদেশের লক্ষ্য ২৫২ রান

খেলাধুলা ডেস্ক | নতুনআলো টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: 2017-01-12 13:39:01 BdST

Share on

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রতিশোধের মিশনে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে শুরুটা ভালো করতে পারেনি তারা। প্রোটিয়াদের রানের পাহাড়ে চাপা পড়েছে তারা। টপ অর্ডারের তিন ব্যাটসম্যানদের হাফসেঞ্চুরিতে ২৫১ রানের বড় সংগ্রহই করেছে সফরকারীরা।

বৃহস্পতিবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরুটা মোটেও ভালো হয়নি তাদের। ওপেনিংয়েই ১২২ রানের বিশাল জুটি গড়ে তোলেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার লিজেলি লি ও আন্দ্রে স্টেইন।

ওপেনিং জুটি ভাঙ্গার পর দ্বিতীয় উইকেটেও বড় জুটি গড়ে প্রোটিয়া নারীরা। ৭৯ রানের জুটিতে রানের পাহাড়ই গড়ে দলটি। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৫১ রানের সংগ্রহ পায় সফরকারীরা।

দলের পক্ষে সর্বোচ্চ ৮৭ রানের ইনিংস খেলেন ওপেনার লি। ৭১ বলে ৬টি চার ও ৭টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি। আরেক ওপেনার স্টেইন ১২৩ বলে ২টি চারে খেলেন ৬৮ রানের ধৈর্যশীল ইনিংস। এছাড়া ৮৭ বলে ৫টি চারে ৬২ রান করেন মিগনন ডু প্রেজ। বাংলাদেশের পক্ষে ৩০ রানে ২টি উইকেট পান সালমা খাতুন। এছাড়া নাহিদা আক্তার নেন ১টি উইকেট।



  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত