শনিবার । এপ্রিল ২০, ২০২৪ । । ০৩:৩৩ এএম

বিলম্ব ফি দিতে হচ্ছে না ক্রেডিট কার্ড গ্রাহকদের

নিজস্ব প্রতিবেদক। নতুনআলো টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: 2020-04-04 16:33:07 BdST হালনাগাদ: 2020-04-04 17:22:09 BdST

Share on

ক্রেডিট কার্ড

দেশের করোনা পরিস্থিতির কারণে ক্রেডিট কার্ড গ্রাহকদের বকেয়া বিল নির্ধারিত সময়ে পরিশোধ না করার ক্ষেত্রে কোনো ধরনের বিলম্ব ফি দিতে হবে না। এ সিদ্ধান্ত গত ১৫ মার্চ থেকে চলতি বছরের ৩১ মে পর্যন্ত কার্যকর থাকবে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

 

শনিবার (০৪ এপ্রিল) দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা এবং প্রধান নির্বাহী কর্মকর্তার প্রতি এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে।

 

নির্দেশনায় বলা হয়, দেশের মহামারি পরিস্থিতিতে অনেক ক্ষেত্রেই ক্রেডিট কার্ড গ্রাহকদের পক্ষে প্রদেয় বিল নির্ধারিত সময়ে পরিশোধ করা সম্ভব হচ্ছে না। এ পরিপ্রেক্ষিতে তাদের আর্থিক সামর্থ্য ও চলমান অন্যান্য সীমাবদ্ধতার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত