বৃহস্পতিবার । এপ্রিল ১৮, ২০২৪ । । ০৯:৩৫ পিএম

ঈদে চয়নিকার আট নাটক-টেলিফিল্ম

বিনোদন ডেস্ক | নতুনআলো টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: 2017-06-23 14:57:17 BdST

Share on

চয়নিকা চৌধুরী

সময়ের ব্যস্ততম নির্মাতা চয়নিকা চৌধুরী। অনেক জনপ্রিয় টেলিভিশন নাটক-টেলিফিল্ম দর্শকদের উপহার দিয়েছেন তিনি। ঈদুল ফিতর উপলক্ষে ভিন্ন ঘরানার গল্প নিয়ে আটটি নাটক ও টেলিফিল্ম নির্মাণ করেছেন তিনি। এতে অনেক গুণী অভিনয়শিল্পীরা অভিনয় করেছেন।  

চয়নিকা চৌধুরী নির্মিত ‘কখনো নির্জন দুপুর আসে’ নাটকটি ঈদের তৃতীয় দিন সকাল ১১ টায় একুশে টিভিতে প্রচারিত হবে। রচনা- মাসুম শাহরিয়ার। অভিনয়ে সিয়াম, জোভান, নাজিরা মৌ, নাদিয়া মীম এবং আজম খান।

ঈদের দ্বিতীয় দিন রাত ১১টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে ‘তাল পাতার পাখা’। রচনা মাসুম শাহরিয়ার। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন  মাহফুজ আহমেদ, পূর্ণিমা। এছাড়াও দেখা যাবে- ডলি জহুর, নাজিরা মৌ, আজম খানকে।

দেশ টিভিতে প্রচারিত হবে ‘কারণ সে আকাশ ভালোবাসে’ নাটকটি। রচনা ফারিয়া হোসেন। অভিনয়ে শর্মিলী আহমেদ, সজল, তাসনুভা তিশা, আজম খান প্রমুখ।

ঈদুল ফিতরে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে ‘এবং স্বপ্নের মৃত্যু’ নাটক। রচনা- মাসুম শাহরিয়ার। অভিনয়ে শর্মিলী আহমেদ, সিয়াম আহমেদ, শবনম ফারিয়া, বাপ্পী, খোরশেদ, আজম খান।

দীর্ঘ ৭ বছর পর বাংলাভিশনের জন্য চয়নিকা নির্মাণ করেছেন ‘সবুজ মানুষ’ নাটকটি। রচনা- মাসুম শাহরিয়ার। অভিনয়ে মাহফুজ আহমেদ, প্রভা, তাসনুভা তিশা, পৃথু এবং আজম খান। ঈদরে পঞ্চম দিন সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচারিত হবে নাটকটি।

অসম প্রেমের কাহিনি নিয়ে নির্মাণ করেছেন নাটক ‘ভালোবেসেছিলে’। রচনা- মাসুম শাহরিয়ার। অভিনয়ে আবুল হায়াত, আফসানা মিমি, সিয়াম, শায়লা সাবি, মৌরী সেলিম। ঈদের দ্বিতীয় দিন প্রচারিত হবে নাটকটি।

ঈদের পঞ্চম দিন বেলা ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম ‘ফিরে আসার গল্প’। রচনা- ফারিয়া হোসেন। অভিনয়ে শহিদুজ্জামান সেলিম, আফসানা মিমি, আজাদ আবুল কালাম, বন্যা মির্জা, নাঈম, ইমন, সাদিয়া জাহান প্রভা, সোনিয়া এবং আজম খান।

ঈদুল ফিতরের তৃতীয় দিন বিকাল ৫টায় চ্যানেল নাইনে প্রচারিত হবে টেলিফিল্ম ‘রসিয়া’। রচনা- আবুল হায়াত, রিচি সোলায়মান, আনিসুর রহমান মিলন, নাজিরা মৌ।



  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত