শুক্রবার । এপ্রিল ২৬, ২০২৪ । । ০১:৩৪ এএম

সঙ্গীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ করোনা পজেটিভ

বিনোদন ডেস্ক | নতুনআলো টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: 2020-08-23 15:22:31 BdST হালনাগাদ: 2020-08-23 21:28:23 BdST

Share on

ফেরদৌস ওয়াহিদ

জনপ্রিয় পপ সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের করোনা পরীক্ষার রেজাল্ট পজেটিভ এসেছে। তিনি সম্মলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এ ভর্তি আছেন। তাকে গত বৃহস্পতিবার (২০ আগস্ট) জ্বরের কারণে সিএমএইচে ভর্তি করা হয়। শুক্রবার (২২ আগস্ট) অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।

 

ফেরদৌস ওয়াহিদ অনেক বছর ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগসহ নানান রোগে ভুগছিলেন। ১০ দিন আগে তিনি জ্বরে আক্রান্ত হন। একটি বেসরকারি হাসপাতালে তার করোনা পরীক্ষা করানো হলে তখন রেজাল্ট নেগেটিভ আসে। কিন্তু জ্বর না কমায় আবার পরীক্ষা করা হয়, পরের পরীক্ষায় করোনা পজিটিভ আসে।

 

পাঁচ দশকের বেশি সময় ধরে গান করছেন সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় ও পরিচালক হিসেবেও কাজ করেছেন। চলচ্চিত্রে ফেরদৌস ওয়াহিদ প্রথম প্লেব্যাক করেন দেওয়ান নজরুল পরিচালিত ‘আসামী হাজির’ সিনেমায়। তার আলোচিত প্লেব্যাকগুলো হচ্ছে— ‘ওগো তুমি যে আমার কত প্রিয়’, ‘আমি এক পাহারাদার’, ‘শোন ওরে ছোট্ট খোকা’, ‘আমি ঘর বাঁধিলাম’ ইত্যাদি। সিনেমার বাইরে তার গাওয়া আলোচিত গান ‘মা মুনিয়া’, ‘আগে যদি জানতাম’, ‘এমন একটা মা দে না’।



  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত