স্বাধীনতা দিবস মাতাতে আজ বৈশাখী টেলিভিশনের সরাসরি (লাইভ) অনুষ্ঠানে গান গাইবেন তরুণ সঙ্গীতশিল্পী মুন মোনালিসা ও আতিয়া আনিসা। আফরিন অথৈ-এর উপস্থাপনায় এ অনুষ্ঠানে তারা দেশাত্মবোধক, লোকগানসহ বেশ কয়েকটি গান গাইবেন। থাকছে তাদের যৌথ (ডুয়েট) পরিবেশনাও।
বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন লোকসঙ্গীতের সরাসরি অনুষ্ঠান 'বৈশাখী ফোক' প্রচারিত হবে আজ (২৬ মার্চ) শুক্রবার রাত ১০টা ৫৫ মিনিটে।
অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন লিটু সোলায়মান। অনুষ্ঠানের প্যানেল প্রযোজক মামুন আব্দুল্লাহ ও রবিউল হাসান সুজন।
অনুষ্ঠানের প্যানেল প্রযোজক মামুন আব্দুল্লাহ নতুন আলো টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ লাইভ অনুষ্ঠানে ১০ থেকে ১২টি গান থাকে। আজকের অনুষ্ঠানে তাই থাকবে। প্রত্যেক শিল্পী ৫ থেকে ৬টি করে গান গাইবেন।