'ভালোবাসার মানুষগুলা দূরে খালি সইরা যায়/ মইরা যায়/ মইরা যায়/ স্বপ্ন আমার চোখের ভেতর মইরা যায়' প্রেমিকের জন্য হৃদয়ভাঙ্গা প্রেমিকার এমন সব আকুলতা ফুটে উঠেছে গানে। সম্প্রতি 'স্বপ্ন মইরা যায়' শিরনামে ইউটিউবে প্রকাশিত গানের টিজারে তেমনটিই দেখা গেছে।
গ্রামবাংলার লোক সঙ্গীত ধাঁচের এ গানে কণ্ঠ দিয়েছেন মুন মোনালিসা।
গানটি লিখেছেন ও সুর করেছেন জাহাঙ্গীর রানা, সঙ্গীতায়োজন করেছেন শান সায়েক। গানের চিত্রগ্রহণ ও সম্পাদনায় ছিলেন আশিক মাহমুদ।
গানটি ঈদের দিন (১৪ মে) বিকাল ৩টায় 'মুন মোনালিসা' ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হতে যাচ্ছে। এরই মধ্যে গানটির টিজার প্রকাশিত হয়েছে।
গান প্রসঙ্গে মুন মোনালিসা নতুনআলো টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এটি একটি মৌলিক গান। আশা করছি, গানটি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে। ইউটিউবের পাশাপাশি গানটি আমাদের আফিসিয়াল ফেসবুক পেইজেও প্রকাশিত হবে। গতকাল গানের টিজার প্রকাশিত হয়েছে। আজ বিকাল ৩টায় পুরো গানের ভিডিও প্রকাশিত হবে। আর ফেসবুক পেইজে বিকাল ৫টায় দেখা যাবে গানটি।