বিনোদন প্রতিবেদক | নতুনআলো টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: 2021-07-17 22:47:07 BdST হালনাগাদ: 2021-10-27 18:13:28 BdST
প্রখ্যাত ভারতীয় বাঙালি শিল্পী শ্যামল মিত্রের 'আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে/সাত সাগর আর ১৩ নদী পাড়ে' গানটি নতুন ঢঙে নিয়ে আসছেন ড. এএমএম আনিসুল আউয়াল।
এটি ১৯৫৬ সালে মুক্তি পাওয়া ভারতীয় বাংলা 'সাগরিকা' সিনেমার গান। গৌরিপ্রসন্ন মজুমদারের লেখা শ্যামল মিত্রের গাওয়া এ গানে অভিনয় করেছিলেন উত্তম কুমার।
আনিসুল আউয়ালের ইউটিউব চ্যানেল এএ টিভিতে গানটি আগামীকাল রাত ৯টায় প্রকাশিত হবে। ইতিমধ্যে (১০ জুলাই) তার কভার করা শ্যামল মিত্রের আরেকটি গান প্রকাশিত হয় একই চ্যানেলে।
গানের সঙ্গীতায়োজন করেছেন তৌসিফুর রহমান ইম। চিত্রগ্রহণ করেছেন কাউসার রাজিব। গানের সার্বিক ভিডিও পরিচালনায় ছিলেন শেখ শাহিন।
গান প্রসঙ্গে আনিসুল আউয়াল নতুনআলো টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এটি একটি জনপ্রিয় গানের কভার। আশা করছি, গানটি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে। আগামিতে মৌলিক গান নিয়ে কাজ করার পরিকল্পনা আছে।
উল্লেখ্য, সৌখিন কণ্ঠশিল্পী ও সঙ্গীত অনুরাগী ড. এএমএম আনিসুল আউয়াল একজন সাবেক আমলা। তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন ও কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালক ছিলেন তিনি।