নীল আকাশের নিচে শুয়ে সাদা মেঘ দেখার মতো রোমান্টিক আমাদের মধ্যে হয়তো কমই আছেন। কিন্তু এমন কোনো ঘটনা চিন্তা করতে পারেন কি, যা আপনাকে মেঘের থেকে চোখ সরাতে দেবে না।
জাম্বিয়ান মানুষজন সম্প্রতি এমনি একটি ঘটনার সম্মুখীন হয়েছেন। কিটই এর মুকুবা শপিং মলের ওপরে মানুষ আকৃতির ভৌতিক মেঘ দেখতে পেয়েছেন।
তারা হঠাৎ আকাশে প্রত্যক্ষ করেন একটি মানুষ আকৃতির মেঘ যার পায়ের দিকের অংশ মেঘের সঙ্গেই মিশে আছে এবং যা প্রায় ১০০ মিটারের বেশি লম্বা।
এই অদ্ভুত আকৃতি বোঝা যাওয়ার মূল কারণ হল, এর চারপাশে একটি কালো বর্ণের আবরণ ছিল, যা এই মেঘটিকে মানুষের আকৃতিতে পরিণত করেছে।
ছবিগুলো যিনি তুলেছেন, তার তোলা ছবি দেখে মনে হচ্ছে মানুষ আকৃতির এই মেঘটি ওই শপিং মলের দিকেই তাকিয়ে আছে।
মানুষ আকৃতির মেঘটি প্রায় আধা ঘণ্টা দৃশ্যমান ছিল এবং অনেকে এটাকে ঈশ্বরের লীলা বলে মনে করেছেন।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘প্রায় আধা ঘণ্টা ধরে একটি মানুষ আকৃতির মেঘ খুব কাছ থেকে দেখে আমরা খুবই বিস্মিত হয়ে যাই।’
তিনি আরো বলেন, ‘অনেকে দাঁড়িয়ে ঈশ্বরকে স্মরণ করতে থাকে আর অনেকে দৌড়ে পালিয়ে যায়। আসলেই এটি খুবই আশ্চর্যজনক ছিল।’
তথ্যসূত্র: ডেইলি মেইল