শনিবার । এপ্রিল ২০, ২০২৪ । । ১২:৫০ পিএম

সাংবাদিক ওমর ফারুকের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক | নতুনআলো টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: 2017-04-30 14:56:03 BdST হালনাগাদ: 2017-04-30 14:56:39 BdST

Share on

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু (ফাইল ছবি)

বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি ওমর ফারুকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রোববার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তথ্যমন্ত্রী হাসানুল হক মরহুম ফারুকের আত্মার শান্তি কামনা করে বিয়োগ ব্যথাহত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

ওমর ফারুক রোববার ভোররাত সাড়ে ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স ছিল ৫১ বছর।

মৃত্যুকালে স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন তিনি। তার বড় মেয়ে ফারিহা ওমর ইরা দশম শ্রেণিতে এবং ছোট মেয়ে দীপিকা ওমর দিয়া ষষ্ঠ শ্রেণিতে পড়ে। তার স্ত্রী সানজিদা ওমর সৈকত। পাঁচ ভাই ও চার বোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন।

সংবাদ সংগ্রহ শেষে শনিবার বেলা দেড়টার দিকে ধানমন্ডির ৩২ নম্বর থেকে অফিসের গেটে এসে পৌঁছার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে সহকর্মীরা তাকে স্কয়ার হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করিয়ে দেন। সেখানে ইসিজি ও এনজিওগ্রাম করার পর হার্টের শিরায় দুটি ব্লক ধরা পড়ায় চিকিৎসকের পরামর্শে তাৎক্ষণিকভাবে সিসিইউতে ভর্তি করা হয় তাকে।

সাংবাদিক ওমর ফারুক দৈনিক সমাচার, দৈনিক রুপালি, দৈনিক আজকের কাগজ, দৈনিক যুগান্তর শেষে বাংলা ট্রিবিউনে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে যান। ওমর ফারুক ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য।

রোববার দুপুরে রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাংলা ট্রিবিউনে তার দ্বিতীয় জানাজা এবং বাদ আসর মীর হাজিরবাগ খালপাড় জামে মসজিদে তার তৃতীয় দফা জানাজা শেষে জুরাইন কবরস্থানে তাকে সমাহিত করা হবে।



  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত