শুক্রবার । এপ্রিল ২৬, ২০২৪ । । ০১:০৮ এম

লর্ডসে প্রথম টেস্ট খেলবে আয়ারল্যান্ড!

খেলাধুলা ডেস্ক | নতুনআলো টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: 2017-06-23 19:48:36 BdST

গতকাল আইসিসি সভায় সর্বস্মতিক্রমে আয়ারল্যান্ড ও আফগানিস্তানকে টেস্ট মর্যাদা দেওয়া হয়। একাদশ ও দ্বাদশ দেশ হিসেবে টেস্ট খেলার অনুমতি পায় দেশ দুটি। এখন থেকে তারা টেস্ট খেলতে পারবে। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর প্রথম টেস্ট খেলা নিয়ে ভাবতে শুরু করেছে আয়ারল্যান্ড। তারা তাদের ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্টটি ঐতিহ্যবাহী লর্ডস স্টেডিয়ামে খেলতে চায়। এ বিষয়ে তারা ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলবে।

এ বিষয়ে ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রন বলেন, ‘আমরা দেখেছি মে মাসে লর্ডসে অনুষ্ঠিত  ইংল্যান্ড-আয়ারল্যান্ডের ম্যাচে ২৫ হাজার দর্শক উপস্থিত হয়েছিল। যখন টিকিট বিক্রি করা সহজ নয়, তখন ২৫ হাজার দর্শক মাঠে আসা বিরাট কিছু। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনায় বসলে আমি তাকে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ডের ম্যাচে উপস্থিত হওয়া দর্শকদের কথা স্মরণ করিয়ে দিব। পাশাপাশি ইংল্যান্ডের বিপক্ষে আমাদের ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্টটি লর্ডসে খেলা যায় কিনা সে বিষয়েও আলোচনা করব। আগামী বছর আমাদের খুব একটা ব্যস্ত সূচি নেই। তেমনি ইংল্যান্ডেরও নেই। তবে ২০১৯ সালের মধ্যে আমরা আমাদের প্রথম টেস্টটি খেলার চিন্তাভাবনা করছি।’