শুক্রবার । মার্চ ২৯, ২০২৪ । । ১০:৪২ এম

করোনায় মারা গেলেন অতিরিক্ত সচিব

নিজস্ব প্রতিবেদক। নতুনআলো টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: 2020-05-22 21:13:25 BdST হালনাগাদ: 2020-05-23 13:28:18 BdST

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন সদ্য অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়া অতিরিক্ত সচিব তৌফিকুল আলম। শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন।


 


গত ফেব্রুয়ারিতে পিআরএলে যান তৌফিকুল আলম। সর্বশেষ তিনি তথ্য কমিশনের সচিব ছিলেন। বিসিএস অষ্টম ব্যাচের (১৯৮৬) এই কর্মকর্তাকে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।


 


তৌফিকুল আলমের মৃতুতে শোক প্রকাশ করেছে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন।


 


মাঠ প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা এর আগে করোনায় আক্রান্ত হয়েছেন। আর গত ৬ এপ্রিল এই ভাইরাসে আকান্ত হয়ে মারা যান প্রশাসন ক্যাডারের ২২ ব্যাচের কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন পরিচালক।