বৃহস্পতিবার । এপ্রিল ১৮, ২০২৪ । । ০৬:৫৮ এম

করোনা আক্রান্ত জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী-ছেলেও

নিজস্ব প্রতিবেদক। নতুনআলো টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: 2020-05-31 21:26:03 BdST হালনাগাদ: 2020-06-01 13:14:11 BdST

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী ও ছেলেও। তবে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।



রোববার (৩১ মে) রাতে ঐক্যফ্রন্টের দপ্তরের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী সন্ধ্যা সাতটার দিকে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি হয়েছেন। শারীরিক দুর্বলতা ও হালকা জ্বর আছে তার। আর তার ছেলে বাসায় আইসোলেশনে আছেন।


 


জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরীন হক রোববার সন্ধ্যায় গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখানে চিকিৎসাধীন আছেন করোনা আক্রান্ত জাফরুল্লাহ চৌধুরীও। এছাড়া তাদের ছেলে বারিশ চৌধুরী বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।


 


বর্তমানে কাশি ও কিছুটা শ্বাসকষ্ট নিয়ে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন ডা. জাফরুল্লাহ চৌধুরী। রোববার (৩১ মে) গণমাধ্যমকে জাফরুল্লাহ চৌধুরী বলেন, সংগ্রাম করছি। জ্বর নেই, কাশি আছে। কিছুটা শ্বাসকষ্টও আছে।


 


গত ২৫ মে জাফরুল্লাহ চৌধুরী জানান, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত। ৭৯ বছর বয়স্ক এই চিকিৎসক মুক্তিযোদ্ধা অনেক দিন ধরে কিডনির অসুখে ভুগছেন। তাকে নিয়মিত ডায়ালাইসিস করাতে হয়।