বুধবার । এপ্রিল ১৭, ২০২৪ । । ১২:১২ এম

অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, প্রবৃদ্ধি ৬.৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদক। নতুনআলো টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: 2020-09-15 13:19:57 BdST হালনাগাদ: 2020-09-15 16:14:24 BdST

চলতি ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি ৬ দশমিক ৮ শতাংশ বাড়বে বলে মনে করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। উন্নয়ন সহযোগী সংস্থাটি বলেছে, করোনা সংক্রমণের মধ্যেও বাংলাদেশের অর্থনীতির পুনরুদ্ধার শুরু হয়ে গেছে, যা ইতিবাচক।


 


মঙ্গলবার এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও)-২০২০ আপডেট নামে হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেছে এডিবি। সেখানে বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোর অর্থনীতি নিয়ে বিশ্লেষণ ও পূর্বাভাস রয়েছে।


 


এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, কভিড-১৯ মহামারী থেকে বাংলাদেশের অর্থনীতির পুনরুদ্ধার শুরু হয়ে গেছে। স্বাস্থ্য ও মহামারী ব্যবস্থাপনার ওপর চাপ থাকা সত্ত্বেও বাংলাদেশ সরকার প্রণোদনা ও সামাজিক সুরক্ষা পদক্ষেপের মাধ্যমে অর্থনৈতিক ব্যবস্থাপনায় ভালো করছে। সাম্প্রতিক সময়ে রপ্তানি ও রেমিট্যান্স বৃদ্ধি পুনরুদ্ধারে সহায়তা করছে।


 


প্রসঙ্গত, চলতি অর্থবছরে সরকারের লক্ষ্যমাত্রা রয়েছে ৮.২% প্রবৃদ্ধি অর্জনের। গত অর্থবছরে করোনার মধ্যেও ৫.২% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এই হিসাব নিয়ে যদিও বিতর্ক রয়েছে।