বৃহস্পতিবার । মার্চ ২৮, ২০২৪ । । ০২:৫৫ পিএম

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

নিজস্ব প্রতিবেদক। নতুনআলো টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: 2020-10-28 13:39:37 BdST হালনাগাদ: 2020-10-28 14:21:53 BdST

ছয় দিন বন্ধ থাকার পর বুধবার থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। দুপুরে ভারত থেকে আমদানিকৃত বিভিন্ন পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়।


 


হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতের ব্যবসায়ীরা ২২-২৭ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। ফলে বুধবার দুপুর থেকে আবারও দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি শুরু হয়।