আন্তর্জাতিক নারী দিবসে আলোকিত নারীরাতারাতি তারকাখ্যাতি চাই না: মুন মোনালিসা
সৈনূই জুয়েল | নতুনআলো টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: 2022-03-08 12:56:18 BdST হালনাগাদ: 2022-06-06 18:25:21 BdST ![]() ‘বাবা পেশায় ব্যবসায়ি ছিলেন। তবে তিনি বাউলগানের ভীষণ অনুরাগী ছিলেন। বেহালা বাজাতে পারতেন। বাড়িতে প্রায়ই বাউল গানের আসর হত। দেশের নানান জায়গা থেকে আসতেন শিল্পীরা। তাদের গান, আড্ডা দেখে বেড়ে উঠেছি। বাউলগান, লোকগানে আমার আগ্রহী হয়ে ওঠার শুরুটা এভাবেই।’
| মুন মোনালিসা, কাজ করছেন লোকগান নিয়ে
তিনি বলেন, বাবার পরিচিত যারা গান বাজনা করতেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন বাবু মামা (জি চন্দন বাবু)। তার কাছে আমার গানের প্রথম হাতেখড়ি। এটি ২০০৬ সালের কথা। এরপর আমি নকুলদার (নকুল কুমার বিশ্বাস) সঙ্গে বেশ কয়েক বছর কাজ করেছি। আমি ২০১১ সাল থেকে আনুষ্ঠানিকভাবে গান শেখা শুরু করি গুরুজী শফি মন্ডলের কাছে। তার সান্নিধ্যে থেকে গান শিখেছি, দেশের নানান প্রান্তে ঘুরে বেড়িয়েছি ২০১৬ সাল পর্যন্ত।
| উর্বসী ফোরামের একটি অনুষ্ঠানে অন্যান্য শিল্পীদের সঙ্গে মুন মোনালিসা
ভালবাসি লালন
| বাউল শিল্পী শফি মন্ডলের সঙ্গে মুন মোনালিসা। তার কাছেই গানের তালিম নিয়েছেন মুন।
মঞ্চ নাকি টেলিভিশন
| গুণগত মানের কাজ করে এগুতে চান মুন মোনালিসা
ইউটিউব চ্যানেলের জন্য কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে মুন মোনালিসা বলেন, ২০১৮ সালে মাসুম ভাইয়ের (সঙ্গীত কম্পোজার মীর মাসুম) সঙ্গে পরিচয় হয়। তার সঙ্গে কাজ করার আনন্দটা একেবারেই আলাদা। তিনি বেশ চুজি মানুষ। কম্পোজার হিসেবে তার কাজ বেশ আলাদা করা যায়। তার সঙ্গেই ইউটিউবে আমার প্রথম আনুষ্ঠানিক কাজ হয়।
| মীর মাসুমের সঙ্গে মুন মোনালিসা। ২০১৮ সালের একটি গানের সেট থেকে তোলা ছবি।
উর্বশী ফোরাম গানের সিঁড়ি ইউটিউব চ্যানেলের জন্য তিনি সম্প্রতি 'মন দিলাম মান দিলাম' শিরোনামে একটি মৌলিক গানের কাজ করেছেন।
| বেড়াতে ভালবাসেন মুন মোনালিসা। ২০২১ সালে টাঙ্গুয়ার হাওরে তোলা ছবি।
তার গাওয়া মৌলিক গানগুলো হচ্ছে- নৌকা (কথা: কামরুল ইসলাম, সুর: শফি মন্ডল, সঙ্গীত: মীর মাসুম), স্বপ্ন মইরা যায় (কথা ও সুর: জাহাঙ্গীর রানা, সঙ্গীত: শান সায়েক), কান্দাইলে কাঁদিতে হবে (কথা ও সুর: সাইফুল্লাহ রুমী, সঙ্গীত: এএইচ জীবন), মন দিলাম মান দিলাম (কথা: রামাচরণ, সুর: প্লাবন কোরেশী, সঙ্গীত: এএইচ তূর্য ), রাধা হইতে কপাল লাগে (কথা ও সুর: মোল্লা জালাল, সঙ্গীত: মুশফিক লিটু), কইবো কারে (কথা ও সুর: মোল্লা জালাল, সঙ্গীত: মুশফিক লিটু), রঙিলা পাখি (কথা ও সুর: গরীব সঞ্জয়, সঙ্গীত: মুশফিক লিটু), উদাসী হইয়া (কথা ও সুর: সুহেল মিয়া, সঙ্গীত: মুবারক)।
| ২০১৭ সালের একটি অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট নিচ্ছেন মুন মোনালিসা, পাশে শফি মন্ডল
তার গাওয়া লালনের গানগুলো হচ্ছে - রবেনা এ ধন (সঙ্গীত: মীর মাসুম), চিত্ত মন্দতম (সঙ্গীত: মীর মাসুম), রূপকাষ্ঠের নৌকা (সঙ্গীত: মীর মাসুম), বাড়ির পাশে আরশীনগর (সঙ্গীত: বাপ্পি), নিগুঢ় প্রেম (সঙ্গীত: বাপ্পি), এমন মানব জনম (সঙ্গীত: সুমন রেজা খান), গুরু চরণ (সঙ্গীত: সুমন রেজা খান), নবীর নৌকা (সঙ্গীত: বাপ্পি), হীরে মন জহুরা (সঙ্গীত: সুমন রেজা খান), কৃষ্ণ প্রেমে (সঙ্গীত: বাপ্পি), মুখে পড়রে সদা (সঙ্গীত: বাপ্পি), শুধু মুখের কথায় (সঙ্গীত: বাপ্পি), না জানি (সঙ্গীত: বাপ্পি), আল্লাহ বলো (সঙ্গীত: শামসুজ্জামান) আমার ঘর খানায় (সঙ্গীত: সুমন রেজা খান)। এসব গান ইউটিউবের বিভিন্ন চ্যানেলে প্রকাশিত এ গানগুলো খুঁজলেই পাওয়া যাবে। | লোকসঙ্গীত শিল্পী মুন মোনালিসা
অ্যাডভোকেট মুন মোনালিসা কতদূর |