বৃহস্পতিবার । মে ২, ২০২৪ । । ০৩:১৫ এএম

মিশরে সন্ধান মিলল ৭০০০ বছরের প্রাচীন শহরের

অনলাইন ডেস্ক | নতুনআলো টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: 2016-11-25 17:32:48 BdST

Share on

মিশরের ইতিহাসে নতুন চমক। অন্তত সাত হাজার বছরের প্রাচীন এক শহরের সন্ধান পেয়েছেন গবেষকরা। সেই শহরে রয়েছে এমন কয়েকটি সমাধি, যা ইতিহাসের অনেক অজানা তথ্য তুলে ধরবে। এই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদপত্র দি গার্ডিয়ান। প্রত্নতত্ত্ববিদরা জানিয়েছেন, এমন সব প্রমাণ মিলেছে যা থেকে মনে হয় প্রাচীন মিশরে গোড়ার দিকে শহরটি জমজমাট ছিল।

৭০০০ বছরের বেশি প্রাচীন শহরটি রয়েছে নীল নদের পাশে অ্যাবিডস এলাকায়। এক মিশরীয় দেবী মন্দিরের সংলগ্ন এই শহরে মিলেছে বাড়িঘর, তখনকার মানুষের ব্যবহৃত জিনিসপত্র এবং বহু সমাধি। বিশেষজ্ঞদের দাবি, সরকারি কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সমাধি তৈরি করতেন এমন ব্যক্তিদের কবর রয়েছে এই শহরে। অন্তত ১৫টি এমন সমাধি রয়েছে যাদের সামাজিক অবস্থান ছিল খুবই গুরুত্বপূর্ণ।

পর্যটক মহলে শহরটি ঘিরে আগ্রহ বাড়ছে। স্থানীয় পর্যটন সংস্থাগুলি নতুন স্থানটি দেখাতে নিয়ে যাওয়ার জন্য আগ্রহ দেখিয়েছে।

উল্লেখ্য, ২০১১ সালে গণঅভ্যুত্থানে মিশরের ক্ষমতা থেকে সরতে হয় একনায়ক হোসনি মুবারককে। তার পর থেকে লাগাতার আন্দোলন ও অস্থির অবস্থা চলেছে মিশরে।এতে ক্ষতি হয়েছে পর্যটন শিল্পের।
সূত্র: কলকাতা ২৪



  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত