বৃহস্পতিবার । অক্টোবর ১৬, ২০২৫ । । ০৩:৫৬ এএম

যুক্তরাজ্যে ৩ হাজার বছরের পুরোনো সোনার বেল্ট আবিষ্কার

অনলাইন ডেস্ক | নতুনআলো টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: 2016-12-01 12:40:27 BdST

Share on

৩ হাজার বছরের পুরোনো সোনার তৈরি একটি বেল্ট আবিষ্কৃত হয়েছে যুক্তরাজ্যে। এটি এ যাবৎকালের আবিষ্কৃত সোনার বেল্টগুলোর মধ্যে সবচেয়ে বড়। যুক্তরাজ্যের একটি প্রত্নতাত্মিক স্থানের মাটি খনন করে এটি তুলে আনা হয়েছে।

গত বছর ক্যামব্রিজশায়ার খনন করার সময় এটি আবিষ্কৃত হয়। প্রত্নতাত্মিক এই নিদর্শনটি ১৩০০ থেকে ১১০০ খিস্টপূর্বাব্দ সময়কালের। চলতি সপ্তাহে লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে এর প্রদর্শনী করা হচ্ছে।

ঐতিহ্যগতভাবে এই ধরনের সোনার বেল্ট মূলত ঘাড়ের চারদিকে পরা হত। একটি সোনার বেল্ট সর্বোচ্চ ৪৯.৬ ইঞ্চি পর্যন্ত হত। প্রাচীন গল ও ব্রিটনরা শীতের কাপড়ের ওপর দিয়ে শরীরে পাগড়ির মতো পেঁচিয়ে পরত এই সোনার বেল্ট। এমনটাই তথ্য দিয়েছে ব্রিটিশ মিউজিয়াম।

আরেকটি সম্ভাবনা হলো এই সোনার বেল্ট মানুষেরা পরত না। বরং উৎসর্গীকৃত কোনো পশু জবাই করার সময় তার গলায় পরানো হত।

ব্রিটিশ মিউজিয়ামের এক মুখপাত্র ফক্স নিউজকে বলেছেন, এই সোনার বেল্ট হয়তো গর্ভবতী নারীদের কোমরবন্ধনী হিসেবেও ব্যবহৃত হত। যার উদ্দেশ্য ছিল নানা অনুষ্ঠানযজ্ঞের মধ্য দিয়ে যাওয়ার সময় তাদেরকে সুরক্ষিত রাখা।

২০ ক্যারেট সোনা দিয়ে তৈরি একটি সোনার বেল্টের ওজন হতো সর্বোচ্চ ১.৬ পাউন্ড।

ব্রিটেন ও আয়ারল্যান্ড থেকে আবিষ্কৃত ব্রোঞ্জযুগের সোনার বস্তুগুলোর মধ্যে এটি সবচেয়ে বড় এবং ভারী বস্তু।
সূত্র: ফক্স নিউজ



  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত