বৃহস্পতিবার । অক্টোবর ১৬, ২০২৫ । । ০৩:৫৮ এএম

বছর শেষে আকাশ আলোকিত হবে ধূমকেতুর আলোতে!

অনলাইন ডেস্ক | নতুনআলো টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: 2016-12-31 18:51:06 BdST

Share on

ধূমকেতুর নামটা তার বেশ কঠিনই বলা যায়। কিন্তু তার আলোর বাহারও তেমনই চোখধাঁধানো। তাই বছর শেষের সন্ধ্যায় আকাশের আনাচে-কানাচে আলোকিত করে তুলবে৪৫পি/হন্ডা-মার্কোস-পাজদুসাকোভা নামক ধূমকেতুটি।

সম্প্রতি এই খবর জানিয়েছে নাসা জেট প্রোপালশন ল্যাবরেটরি। একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তারা জানিয়েছে, “২০১৬ কে বিদায় জানান বিশ্বজাগতিক উপায়ে। স্রেফ আকাশের দিকে তাকিয়ে থেকেই আলোকিত করে তুলুন নতুন বছর”।

আরও জানা গেছে, সূর্য ডুবে গেলেই পশ্চিম আকাশে দেখা দেবে এই ধূমকেতু। তবে ঠিক কোন সময়, সেটা নিশ্চিত করে জানায়নি নাসা। তবে এই ধূমকেতু খালি চোখে দেখা যাবে না। তার জন্য প্রয়োজন হবে একটা টেলিস্কোপের, নিদেনপক্ষে একটু শক্তিশালী একটা দূরবিনের।

বছর শেষের রাতে যখন আকাশ মাতোয়ারা হবে বাজির আলোর ছটায়, তার সূচনাটা হবে প্রকৃতির হাতে। একটি অধ্যায় শেষ করে আরেকটি অধ্যায় শুরুর জন্য এর চেয়ে ভাল উপহার আর কী হতে পারে।



  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত