শনিবার । এপ্রিল ২০, ২০২৪ । । ০৬:০৬ পিএম

বাড়তি ফি আদায় ও অতিরিক্ত বই বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক | নতুনআলো টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: 2020-01-21 22:05:37 BdST হালনাগাদ: 2020-01-22 13:39:20 BdST

Share on

বাড়তি ফি আদায় ও অতিরিক্ত বই বন্ধের নির্দেশ

শিক্ষাক্রমের বাইরে শিক্ষার্থীদের অতিরিক্ত বই বা নোট পড়ানো বা কেনা বন্ধ করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। অতিরিক্ত বই কিনতে বাধ্য করা এবং ভর্তিসহ বিভিন্ন ক্ষেত্রে অতিরিক্ত ফি নেওয়াকে শাস্তিযোগ্য অপরাধ বিবেচনা করছে অধিদপ্তর।


সোমবার এ বিষয়ে মাউশির মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক সাক্ষরিত নির্দেশনা জারি করা হয়। অধিপ্তরের সব আঞ্চলিক পরিচালক এবং জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের এ নির্দেশনা দেওয়া হয়েছে।


নির্দেশনায় বলা হয়, মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ) শিক্ষার্থী ভর্তিতে বাড়তি অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এছাড়া কারিকুলামের বাইরে অতিরিক্ত বই ও নোট বই কিনতেও বাধ্য করছে কিছু প্রতিষ্ঠান, যা শাস্তিযোগ্য অপরাধ।


নির্দেশনাপত্রে বিধিপরিপন্থী এসব কার্যক্রম বন্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়া সমন্বিত পরিকল্পনার আওতায় বার্ষিক পরিদর্শন ক্যালেন্ডার অনুযায়ী সঠিকভাবে মনিটরিং করা হচ্ছে কিনা সে বিষয়েও তদারকির নির্দেশ দেওয়া হয় ওই আদেশে।



  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত