শনিবার । এপ্রিল ২৭, ২০২৪ । । ০৪:০২ পিএম

বিড়ালের মুখ থেকে নবজাতক উদ্ধার

গাজীপুর প্রতিনিধি | নতুনআলো টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: 2017-11-19 18:46:39 BdST হালনাগাদ: 2018-02-26 03:19:18 BdST

Share on

বিড়ালের মুখ থেকে নবজাতক উদ্ধার (প্রতীকী ছবি)

ডাস্টবিনে একটি বাজারের ব্যাগ নিয়ে টানা-হেঁচড়া করছে বিড়াল, আসছে কান্নার শব্দ। এগিয়ে গিয়ে ব্যাগের ভেতর থেকে এক নবজাতক পেলেন এক গার্মেন্ট শ্রমিক দম্পতি।


রোববার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের লক্ষ্মীপুরা এলাকায় এ ঘটনা ঘটে।

পরে রাস্তার পাশের ওই ডাস্টবিন থেকে কয়েকঘণ্টা বয়সী মেয়ে শিশিুটিকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তারা।

হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস বলেন, বেলা সোয়া ২টার দিকে স্থানীয় তিন সড়ক এলাকার স্প্যারো কারখানার শ্রমিক রেখা আক্তার ও তার স্বামী আব্দুল মতিন এই নবজাতককে হাসপাতালে দিয়ে যান।

“তার গায়ে বিড়ালের দাঁত ও নখের আঁচর ও ক্ষত চিহ্ন রয়েছে। হাসপাতালের শিশু ওয়ার্ডে তাকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশুটি এখন শঙ্কামুক্ত।”

উদ্ধারকারীরাদের বরাত দিয়ে তিনি বলেন, দুপুরে খাওয়ার জন্য ওই দম্পতি কারখানা থেকে বাসায় ফিরছিলেন। পথে ডাস্টবিনে একটি প্লাস্টিকের ব্যাগ বিড়াল টানা হেঁচড়া করতে দেখেন এবং শিশুর কান্নার শব্দ শুনতে পান। পরে এগিয়ে গিয়ে ব্যাগে বাচ্চাটি দেখতে পান।

জয়দেবপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, এ ব্যাপারে জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।



  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত